সুশান্ত সিং রাজপুতের প্রাথমিক ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদনেও বলা হয়েছে, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
গত ১৪ জুন বলিউডের এই তরুণ অভিনেতার বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ৩৪ বছর বয়সী সুশান্ত আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল।
মুম্বাই পুলিশ তদন্তের দায়িত্ব নেয়ার পর প্রথম ময়নাতদন্তে বলা হয়, শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে। আর সেটি হয়েছে গলায় দড়ি দেয়ার কারণে।
এরপর অভিনেতার ভিসেরা রাসায়নিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়।
প্রথম প্রতিবেদনে তিনজন চিকিৎসক স্বাক্ষর করেন। চূড়ান্ত প্রতিবেদনে করেছেন পাঁচজন।
বলিউড হাঙ্গামা জানাচ্ছে, এই প্রতিবেদনেও কোনো আঘাতের কথা বলা হয়নি।
সুশান্ত মারা যাওয়ার পর তার মামা হত্যার অভিযোগ তোলেন। একই কথা বলছেন তার অধিকাংশ ভক্ত।
এখন পর্যন্ত ২৩ জন ব্যক্তির বয়ান নেয়া হয়েছে।
২০০৮ সালে টেলিভিশন অভিনেতা হিসেবে মিডিয়ায় কাজ শুরু করেন সুশান্ত। ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ ধারাবাহিকে প্রথমে অভিনয় ছিল তার। পরিচিতি পান একতা কাপুরের ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের মাধ্যমে। এরপর বলিউডে শুরু হয় পথচলা।