সব
facebook apsnews24.com
শরিফুল ইসলামের কবিতা ‘আজকের সমাজ’ - APSNews24.Com

শরিফুল ইসলামের কবিতা ‘আজকের সমাজ’

শরিফুল ইসলামের কবিতা ‘আজকের সমাজ’

মোঃ শরিফুল ইসলাম

যারা আঁধারে করে চুরি,
দিনে করে সাধুগিরি।
যারা কান্ড জ্ঞানহীন,
সমাজ মোড়ল রহে চিরদিন।

যারা ভাঙ্গে সুখের নীড়,
আবার মুখে গায় মহতির গীত।
যারা নিত্য হনন,
জ্বালায় দহন,
মোরা সালাম ঠুকি সর্বক্ষণ।

যারা বিভীষিকা সংকটময়,
মোরা তাদের সনে আশ্রয় চাই।
যারা রক্ত চুষক জোক,
সমাদৃত তারাই সমাজের বাহক।
যারা প্রাণহীন শুন্য মায়া,
মুখোশ আবৃত দেখায় মিথ্যা দয়া।
যারা পরাজিত মরিচীকা,
যাহির করে তারা খাঁটি সোনা।

যারা হাকিয়ে সুখ,
মৃত্যুর বাহক
তারাই পরিধিত জয়মুকুট।
যারা ঠকিয়ে ওজন প্রদান ভেজাল,
ভেজাল মুক্ত সমিতির
পাই তারা সভাপতির আসন।
যারা মিথ্যুক প্রতারক ঠকবাজ,
শীর্ষ নেতৃত্ব দেয় তারা আজ।
যারা রণ রক্তিম প্রান্তরের হিটলার,
মুখেতে সাধুপনা বলে রাম রাম।

যারা ভীতু কাপুরষ ঘরমুখি,
তারাই দেয় ঠাট্টা বিদ্রুপ অট্টহাসি।
যারা তিমির নিশির কালো পোশাক,
নির্বিঘ্নে ঘুরছে তারা সমাজে আজ।
যারা মুঠো মুঠো ছড়ায় সত্যের বাণী,
তাদের করেতে সত্যের মৃত্যু হয় কত না জানি।
যারা প্রতিশ্রুতি অঙ্গীকার করে বার বার,
রাতের আঁধারে অবসান হয় তার।

এ কোন বিচার?
ওহে, প্রভু নেই এর অবসান?
ন্যায়ের ঝান্ডা হাতে এসো তুমি এবার। “

মোদের হারা দিনগুলি “কাব্য গ্রন্থ থেকে সংগৃহিত।

মোঃ শরিফুল ইসলাম, শিক্ষক ও কবি।

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj