এপিএস নিউজ ডেস্ক
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে দেশের দেশের সকল আদালতে বিচার কার্যক্রম অব্যাহত রাখার সুবিধায় ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম করার জন্য অধ্যাদেশটি আইনে পরিণত করতে হলে একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনের প্রথম বৈঠকে তারিখ হতে পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রশাসনিক মন্ত্রণালয়কে জাতীয় সংসদে উপস্থাপন করে অনুমোদন করাতে হবে। না হলে ৩০ দিন অতিবাহিত হলে অধ্যাদেশটি কার্যকারিতা লোপ পাবে।
“এই অবস্থা বিবেচনা করে আইন ও বিচার বিভাগ জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন ২০২০’ শীর্ষক একটি আইনের খসড়ার বিল প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত আইনটি কার্যকর হলে বিদ্যমান প্রেক্ষাপটে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।”
এপিএস/৮জুন/পিটিআই