নিজস্ব প্রতিবেদক
ভার্চুয়াল পদ্ধতিতে দেওয়ানি ও ফৌজদারী মামলার কিছু ফাইলিং যেগুলোর তামাদি আইনের ৫ ধারায় তামাদি খন্ডনের সুযোগ নাই সেসব ক্ষেত্রে শর্ত শিথিল করে আজকে N.I. এ্যাক্টের ও আপিলের ফাইলিং এবং রিমান্ড বিষয়ে ভার্চুয়াল পদ্ধতিতে করার হাইকোর্টের অতিঃ প্রাকটিস নির্দেশনা জারী করা হয়েছে। এতে করে ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনার অধিক্ষেত্র কিছুটা হলেও বাড়লো বলে আইন ও আদালত সংশ্লিস্টরা বলছেন। নিচে মহামান্য হাইকোর্ট এর উক্ত আদেশের কপি সংযুক্ত করা হলো।
এই আদেশের ফলে এন আই এ্যাক্ট আইনে ঝুলে থাকা অনেক মামলা দায়েরর সুযোগ সৃস্টি হলো। তবে শুধু এন আই এ্যাক্ট নয় প্রযোজ্য ক্ষেত্রে জরুরী অন্যান্য বিষয়ে আরো আদেশ আসলে ভার্চুয়াল পদ্ধতিতে বর্তমানে চলমান আদালত আরো গতিশীল ও জনপ্রিয় হবে বলে আইন বিশেষজ্ঞ সকলেই মনে করছেন।
এপিএস/৭জুন/পিটিআই