সব
facebook apsnews24.com
এম. সোহেল রানার কবিতা-‘আগে তোরা মানুষ হ’ - APSNews24.Com

এম. সোহেল রানার কবিতা-‘আগে তোরা মানুষ হ’

এম. সোহেল রানার কবিতা-‘আগে তোরা মানুষ হ’

এম. সোহেল রানা
মানব কূলে মানবরূপে জন্ম নিলেই কি শুধু মানুষ হওয়া যায়? 
বহুদিন ধরে ধরাধামে একটি প্রশ্নের জবাব খুঁজে চলেছি সদায় 
শুনেছি, মানুষ হতে মানব দেহে কিছু মৌলিক গুণের প্রয়োজন হয়
 বিবেক, বুদ্ধি, জ্ঞান না থাকলে কেহ কি তাকে পূর্ণ মানুষ কই?
 জগৎজুড়ে ধরাতলে স্বার্থান্বেষী মুখোশ ধারী মানুষের কমতি নাই। 
সত্য মিথ্যার দিক বিচারে মানুষ যে, সে কি করে এমন নিষ্ঠুর হয়? 
মানুষ হয়ে মানুষ ঠঁকিয়ে আনন্দ যে পায় সেটা কেমন করে হয় 
তখন মানুষের বিবেক কি নির্বোধ থাকে, জ্ঞানশুন্য পাগলের ন্যায়?
বিপদে পড়লে বিবেকবান কভূ থাকতে পারেনা নিরব স্থির হয়ে 
প্রতারক যে প্রতারণার জাল বুনে দু'ঠোঁটের কিনারে মায়াবী ছলে।
বিবেক বুদ্ধিকে জলাঞ্জলি দিয়ে কিছু কিছু বিদ্যাপীঠে দেখা যায়
শিক্ষিত বিস্তৃত বহু গুণে চতুর্দিকে, স্ব-শিক্ষিত হয়ে জীবন গড়েছে
 নগণ্যতম, বাকি সব আবর্জনা কীট পতঙ্গের মত করছে কিলবিল।
 মনে সংশয় যদি এমন হয়, ললাটের লিখন কি লিখেছেন যে সাঁই
অপকর্মের ফল কেন নবজাতকের ভাগ্যে পাপাচারির সাইনবোর্ড
জন্মের পরে লুটানো ডাস্টবিনে পাবে না খুঁজে বাবা-মা'র সন্ধান।
ওরে মানুষ তুই না স্রষ্টার মনোনীত শ্রেষ্ঠ প্রতিনিধি….! 
কে দিয়েছে সেই সদ্যফোটা ডাস্টবিনে বাস 
নবজাতকের জন্ম কেবা তার জন্মদাত্রী কেবা জন্মদাতা, 
ভবিষৎ কি হবে জন্ম পরিচয় সৃষ্টি কূলের শ্রেষ্ঠ হয়েও আজ
বংশকূলহীন এ কোন ধরণের মানুষ তাই তো কলঙ্কবাজ
 কলঙ্কিনি মানুষ যারা "আগে তোরা মানুষ হ"। 

কবি সোহেল রানা, কালাচাঁদপুর, মেহেরপুর মোবাইলঃ ০১৮১৬৩৩৬৩৪২

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj