সব
facebook apsnews24.com
ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীর ভূমিকা - APSNews24.Com

ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীর ভূমিকা

ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীর ভূমিকা

অ্যাডভোকেট মিজানুর রহমান

মানুষ সামাজিক জীব, মানুষ আইন প্রনয়ণ করে মানুষের জন্য। আইন প্রণীত হয় মানুষের কল্যাণের জন্য। সমাজকে সুন্দর, সুষ্ঠু এবং সুশৃংখলভাবে পরিচালিত করার জন্য প্রয়োজন আইন প্রনয়ণকারী ও প্রয়োগকারী সংস্থা এবং সেই সংগে বিচার ব্যবস্থা। অতি প্রাচীন যুগে মানব জীবনের কল্যাণে, তৎকালীন রাজন্যবর্গ ও নেতৃবৃন্দ সাধারণ মানুষের জন্য এবং সমগ্র জনগোষ্ঠীর চলমান জীবনের পথের সহায়ক হিসেবে আইন প্রনয়ণের ব্যাপারে চিন্তা ভাবনা করেন এবং মানুষকে অসহায় অবস্থায় নির্যাতন ও নিপীড়নের হাত থেকে রক্ষা করার জন্য প্রণীত হয় আইন।

বিভিন্ন আইন প্রনয়ণকারী সংস্থা আইন তৈরী করেন। দেশ ও জাতি ক্রমশঃ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কালের পরিবর্তনের সংগে সংগে যুগ পাল্টে যাচ্ছে, মানুষের জিবনে তথ্য প্রযুক্তির ছোঁয়া জীবনকে আরও সহজ ও সাবলীল করেছে। আমাদের সমাজে বিভিন্ন মতবাদের লোক আছে এবং থাকাটাই স্বাভাবিক। সমাজে অনেক শ্রেণি-পেশার মানুষ আছে, যাহারা তাদের প্রতি প্রদত্ত ও প্রচলিত আইনগত ক্ষমতা অপব্যবহার করতে অভ্যস্থ। আবার এমন অনেক মানুষ আছে, যাহারা আইন মান্য করার চেয়ে আইন লংঘন করতেই বেশী আনন্দ পায়। যাহার কারনে আইন প্রনয়ণের মূল উদ্দেশ্য সম্পূর্ণরুপে ব্যর্থ হয়। ইহার ফলশ্রুতিতে একজন নাগরিক হিসেবে তাহার নিজ দায়িত্ব ও কর্তব্য পালনে দায়িত্বহীনতার পরিচয় বহন করে।

আইন প্রনয়ণের চেয়ে ন্যায় ও নিরপেক্ষভাবে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করাই অধিক গুরুত্বপূর্ণ। এমন কোন কোন সময়ে আমরা বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে গিয়ে আইনকে তার নিজস্ব গতিতে চলতে না দিয়ে বাঁকা পথে চালাতে চেষ্টা করি। ফলে ন্যায় ও নিরপেক্ষতার অভাব দেখা দেয় এবং যাহার কারনেই সাধারণ জনগণের মাঝে আইনের প্রতি আস্থাহীনতার প্রশ্ন দেখা দেয়। ন্যায় ও নিরপেক্ষ বিচার প্রতিষ্ঠায় একজন আইনজীবীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আইনজীবী হলো আদালতে মক্কেলের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য আইনের ডিগ্রিধারী ও ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। বিচার প্রার্থী ব্যক্তির সত্যিকারের অর্থেই আইন সম্পর্কে ধারনা কম থাকাটাই স্বাভাবিক।

কেননা ঐ ব্যক্তি আইনের বিষয়ে ডিগ্রিধারী ও দক্ষ নয়। আইন ও বিচার সম্পর্কে সাধারন মানুষের অজ্ঞতার কারনেই তাহাদের মধ্যে অপরাধবোধ কাজ করে। আর এই অজ্ঞতার ফলে বিচারের আশায় একজন আইনজীবীর দ্বারস্ত হতে হয় এবং সেই বিচার প্রার্থীর প্রার্থীত বর্ণনামতে আইনের সাথে সংগতি রেখেই একজন আইনজীবী তাহার পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করেন। উভয় পক্ষের আইনজীবী সংশ্লিষ্ট তথ্য ও আইন যুক্তির মাধ্যমে আদালতের নিকট সঠিকভাবে উপস্থাপন করে আদালতকে দিক নির্দেশনা দিতে পারেন।

একজন আইনজীবী তাহার মক্কেলের পক্ষে সঠিকভাবে যুক্তির মাধ্যমে আইনের ব্যাখ্যা বিজ্ঞ বিচারকের সামনে উপস্থাপন করে আইনজীবীর বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটান।এজন্য বিজ্ঞ আইনজীবীগণকে প্রখর বুদ্ধি সম্পন্ন হতে হবে অর্থাৎ একজন আইনজীবীকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওয়া আবশ্যক। সর্বদা মক্কেলের স্বার্থ রক্ষার চেষ্টা এবং আদালতকে প্রকৃত সত্য উদঘাটনে সহায়তা করা একজন বিজ্ঞ আইনজীবীর প্রধান কাজ। পাশাপাশি একজন আইনজীবীর অনভিজ্ঞতা ও বিন্দুমাত্র ভুলের কারণেই নিরপরাধ ব্যক্তি অনাকাঙ্খীতভাবে দন্ডিত হতে পারে, আবার হারাতে পারে সর্বস্ব।

আইনকে বাঁকা পথে পরিচালিত করার কোন অধিকার কোন ব্যক্তির নেই,তাই বিচারককে এবং একজন আইনজীবীকে আইনের মধ্যেই ন্যায় ও নিরপেক্ষতা বজায় রেখেই বিচার করতে হবে। যদি আইনের কোন ধারা বাঁধা হয়ে দাঁড়াই তবে অবশ্যই উক্ত ধারার বিধান শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। তা না করলে সাধারণ মানুষ আইন ও বিচারের প্রতি আস্থাহীন হয়ে যাবেন ও আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলবেন।

তাই প্রচলিত আইনের বিধান মতে বিজ্ঞ বিচারকের সুচিন্তিত মতামতের প্রতি শ্রদ্ধা রেখে ন্যয় ও নিরপেক্ষ বিচার নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষে একজন বিজ্ঞ বিচারক ও আইনজীবীকে সর্বদা সচেষ্ট থাকা উচিত। পরিশেষে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য। অন্যথায় আইনের বিধি বিধান মতে ন্যায় ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভবপর নয়। সবাইকে স্মরণ রাখতে হবে আইন মানুষের জন্য,মানুষ আইনের জন্য নয়।

লেখকঃ অ্যাডভোকেট মিজানুর রহমান কলামিস্ট ও আইনজীবী জজ কোর্ট, মেহেরপুর E-mail:mizanmpur06@gmail.com

আপনার মতামত লিখুন :

শ্রমিকের অধিকার ও নিরাপত্তা বিধানে আইন ও বাস্তবতা

শ্রমিকের অধিকার ও নিরাপত্তা বিধানে আইন ও বাস্তবতা

আইন ও প্রচারণা স্বত্তেও কেন সড়কে দুর্ঘটনা ও মৃত্যু কমছে না?

আইন ও প্রচারণা স্বত্তেও কেন সড়কে দুর্ঘটনা ও মৃত্যু কমছে না?

মরু অঞ্চলে বৃষ্টি ও বন্যা, প্রকৃতির প্রতিশোধ নাকি জলবায়ু পরিবর্তনের প্রভাব

মরু অঞ্চলে বৃষ্টি ও বন্যা, প্রকৃতির প্রতিশোধ নাকি জলবায়ু পরিবর্তনের প্রভাব

স্বাধীনতা দিবসের ভাবনাগুলো

স্বাধীনতা দিবসের ভাবনাগুলো

১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের জন্য একটা স্মরণীয় দিন

১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের জন্য একটা স্মরণীয় দিন

সর্বনাশা পরকীয়া, কারণ ও প্রতিকার

সর্বনাশা পরকীয়া, কারণ ও প্রতিকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj