সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গণনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এসময় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। হামলায় বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনার পর শুক্রবার সকালে নাহিদ সুলতানা যুথীকে সম্পাদক ঘোষণা করেন নির্বাচন কমিশনার। এরপর বহিরাগতরা হামলা চালায় বলে অভিযোগ পোওয়া গেছে। হামলা চালানোর পাশাপাশি ব্যালট ছিনতাইয়ের ঘটনাও ঘটে।
হামলায় আওয়ামী লীগপন্থি সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হক আহত হয়েছেন। বহিরাগতরা সবাই একজন নারী সম্পাদক প্রার্থীর অনুসারী বলে জানা গেছে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির দুদিনব্যাপী বার্ষিক নির্বাচনে বুধবার ও বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়। বৃহস্পতিবার রাত ১০টার পর ভোট গণনা শুরু হওয়ার কথা থাকলেও তা হতে দেননি বহিরাগতরা।
এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সভাপতি পদে, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সম্পাদক পদে প্রতিদ্বিন্দ্বিতা করেন। আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে লড়েন আবু সাঈদ সাগর, সম্পাদক পদে ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক।
এ ছাড়া যুবলীগ সভাপতির স্ত্রী নাহিদ সুলতানা যুথী সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রবীণ আইনজীবী, সাবেক অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এমকে রহমানও লড়েছেন সভাপতি পদে।