সব
facebook apsnews24.com
কুষ্টিয়ায় দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন - APSNews24.Com

কুষ্টিয়ায় দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

কুষ্টিয়ায় দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

 

কুষ্টিয়া:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাদক মামলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আবু শাফায়েতুল আলম ও রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (০৮ ফেব্রুয়ারী) বিকালের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আনিসুল ইসলাম।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আবু শাফায়েতুল আলম ফরিদপুর সদর উপজেলার গুহ লক্ষীপুর গ্রামের জগলুল আলমের ছেলে এবং রুবেল আলী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর ভেল্লাবাড়িয়া এলাকার লোকমান হোসেনের ছেলে। তারা দুজনেই পেশাদার মাদক ব্যবসায়ী। হেরোইন, ফেনসিডিল, গাঁজা, মদ সহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করতেন।

রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি রুবেল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত অপর আসামি শাফায়েতুল আলম পলাতক রয়েছে। এ মামলার অপর শিশু আসামি রিমন শেখ কারাগারে রয়েছে। শিশু আদালতে বিচারাধীন রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ মে দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা এলাকায় মাদক বিরোধী অভিযানে আসামি আবু শাফায়েতুল আলম, রুবেল ও রিমন শেখকে ৩৩০ বোতল ফেনসিডিল ও চার কেজি গাজা উদ্ধার করে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত পিকআপ গাড়ি উদ্ধার করে মালিহাদ ক্যাম্প পুলিশের অভিযানিক দল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর থানায় মামলা হয়।

দায়ের করা মামলাটি তদন্ত শেষে আসামী আবু শাফায়েতুল আলম ও রুবেলের বিরুদ্ধে ২০২০ সালের ১৮ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এস আই সালাউদ্দিন খান। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ শেষে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) ধারার টেবিলের ১৪(গ)/৮(গ) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদেরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার জব্দতালিকায় উল্লিখিত অন্যতম আলামত একটি পুরাতন পিকআপ প্রসঙ্গে আসামীদ্বয় কর্তৃক কোন দাবী উত্থাপিত না হওয়ায় এবং উক্ত পিকআপের প্রকৃত মালিক কর্তৃক মালিকানা দাবী না করায় তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতঃ বিধি মোতাবেক নিলাম বিক্রয়ে লব্ধ অর্থ সরকারী কোষাগারে জমা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

কুষ্টিয়া আদালত পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় শাফায়েতুল আলম ও রুবেলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রুবেল আদালতে উপস্থিত ছিলেন। অর আসামি শাফায়েতুল পলাতক।

রাজু আহমেদ।
কুষ্টিয়া।

আপনার মতামত লিখুন :

বিচারপতির স্বাক্ষর জাল করে মেয়র জাহাঙ্গীর এর জামিন আপিল বিভাগ থেকে স্থগিত

বিচারপতির স্বাক্ষর জাল করে মেয়র জাহাঙ্গীর এর জামিন আপিল বিভাগ থেকে স্থগিত

৪২ লক্ষ মামলাজটে বিচার বিভাগ

৪২ লক্ষ মামলাজটে বিচার বিভাগ

আপিল বিভাগে বিচারকাজ চলাকালে ছাদ থেকে বিচারকদের আসনে বৃষ্টির পানি

আপিল বিভাগে বিচারকাজ চলাকালে ছাদ থেকে বিচারকদের আসনে বৃষ্টির পানি

মাদক মামলার ২৫ আসামির জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত

মাদক মামলার ২৫ আসামির জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত

হত্যা মামলা নিষ্পত্তিতে দেশ সেরা বিচারক তাজুল ইসলাম

হত্যা মামলা নিষ্পত্তিতে দেশ সেরা বিচারক তাজুল ইসলাম

সভাপতিসহ ০৬টি পদে বিএনপিপন্থী সম্পাদকসহ ০৮ টি পদে আওয়ামীলীগপন্থী আইনজীবীরা বিজয়ী।

সভাপতিসহ ০৬টি পদে বিএনপিপন্থী সম্পাদকসহ ০৮ টি পদে আওয়ামীলীগপন্থী আইনজীবীরা বিজয়ী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj