রোববার (১৪ আগস্ট) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি নির্মল কুমার ভৌমিক কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া গ্রামের ভৌমিকপাড়ার বিভূতিভূষণ ভৌমিকের ছেলে এবং মো. টিপু ওরফে মনোয়ার ঝিনাইদহর শৈলকূপা উপজেলার গোলকনগর গ্রামের আক্কাস আলীর ছেলে। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাদেরকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৩ এপ্রিল বিকেল ৪টার দিকে ভেড়ামারা উপজেলা শহরের শাপলা চত্ত্বর এলাকায় কোচস্ট্যান্ডে শ্যামলী পরিবহনে মাদক বিরোধী অভিযানে বাসের চালক আসামি নির্মল ভৌমিকের কাছে থেকে ১০০ বোতল ফেনসিডিল এবং টিপুর হেফাজতে থাকা বাসের বক্স থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ। এ ঘটনায় সেদিনই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়।
আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ৩(খ) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
কুস্টিয়া প্রতিনিধি