#ঈপ্সিত #সুখ।
রিয়াজুল করিম। ২২.০৫.২০২০
জীবনটাকে তুচ্ছ ভাবো
মরণটাকে মূখ্য,
বেঁচে আছো করুনাতে
এই কথাটা সুক্ষ্ম।
কখন যে কার ডাক পড়বে
জানার সুযোগ নাই,
যেতে হবে চলেই যাবো
রবের দিদার চাই।
এই দুনিয়া শস্য খামার
আখিরাতে পন্য,
নাও তুলে নাও যতো পারো
সেদিন হবে ধন্য।
হালাল রুজি সত্য পথে
চলবে অবিরত,
আসবে বাঁধা চলার সময়
পাবে কত শত।
ভরসা রেখো প্রভুর প্রতি
কষ্ট যাবে উড়ে,
সকল বিপদ যাবে চলে
তোমার থেকে দূরে।
দ্বীনের কাজে একটু সময়
হিসাব করে দিও,
এতিম মিসকিন পড়লে চোখে
একটু কাছে নিও।
আসলে মরণ দেখবে তখন
মনটা খুশি হবে,
যাচ্ছো তুমি রবের কাছে
ঈপ্সিত সুখ পাবে।
ডাঃ #রিয়াজুল করিম। কোর্টপাড়া,কুষ্টিয়া। ২২.০৫.২০২০