সব
facebook apsnews24.com
অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা'র কবিতা "জল অভিমান" - APSNews24.Com

অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা’র কবিতা “জল অভিমান”

অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা’র কবিতা “জল অভিমান”

অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা লোপা

জল অভিমান এমনি আসে না।।
যখন ব্যথার সাগরে মন ভাসতে থাকে
অন্তর মম ক্ষত বিক্ষত হয় অবিরত
হৃদয় হতে তখন ক্ষরিত হতে থাকে শানিত রুধির।।
জোয়ার ভাঁটার মতোন তা কখনো
সব ভাসিয়ে দিয়ে যায়
আবার কখনো সব টেনে নিয়ে যায় গহীন চিত্তে।।
কখনো অন্তর আত্না ভেঙ্গে চুড়মার হয়ে যায়
আবার কখনো সে ভাঙ্গাগড়া থেকে নতুন করে গড়ে ওঠার প্রয়াস পায়।।
এভাবেই চলতে থাকে ভাসা আর ডোবার খেলা
মাঝে মাঝে ইচ্ছে করে নিজেই বৃষ্টি হয়ে যাই
মেঘ দুপুরে হঠাৎ করে নিজেকে ভেজাই।।
ঝুম বৃষ্টি হয়ে ঝরে ঝরে
সব অভিমানগুলো ধুয়ে ফেলি
আসলে জল অভিমানগুলো ক্ষণস্থায়ী
হবেই বা নয় কেন??
জল অভিমান যে আমার একার নয়
তুমিও তো একই অভিমানে ভিজে হয়ে যাও একাকার।।

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj