কুস্টিয়া আদালতে ১৮৭৮ সালের অস্ত্র আইনের মামলায় ২ জন আসামীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত, কুষ্টিয়া।
জানা গেছে ২০১০ জুলাই মাসে ঈদের দিনে ছিনতাই করাকালীন জনতার হাতে ২ জন আসামি হাতে নাতে আটক হন এবং তাদের দেখানো মতে দৌলতপুর থানার জনৈক ওয়াজেদ এর বাঁশ বাগান হতে একটা এলজি রিভলবার এবং রাবার বুলেট উদ্ধার করে জব্দ করে দৌলতপুর থানায় পুলিশ বাদ হয়ে মামলা দায়ের করে। ধৃত আসামী হলো কাজিমউদ্দিন (৪৫) ও দিপু (৪২)। মামলায় ২ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্র পক্ষে ৯ জন সাক্ষী আদালতে উপস্থাপন করেন। রায় ঘোষনার আসামিরা পলাতক ছিলো। স্পেশাল ট্রাইবুনাল কেস নম্বর ৭৫/২০১১। অতিব পুরাতন মামলা নিষ্পত্তিতে রাষ্ট্র পক্ষে বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।