সব
facebook apsnews24.com
আয়েশা সিদ্দিকা'র কবিতা "ধ্রুব সত্য মৃত্যু" - APSNews24.Com

আয়েশা সিদ্দিকা’র কবিতা “ধ্রুব সত্য মৃত্যু”

আয়েশা সিদ্দিকা’র কবিতা  “ধ্রুব সত্য মৃত্যু”

আয়েশা সিদ্দিকা লোপা

সবাই বলে মৃত্যু অনিশ্চিত।।
উম হুম আমি বলি তা তো চিরন্তন সুনিশ্চিত।।
পার্থক্য কেবল তা বলে কয়ে আসে না।।
তবে আসে এটাই সত্য।।ধ্রুব সত্য।।
ঠিক উত্তরাকাশে শুকতারার মতো সত্য,
দ্বিখন্ডিত চন্দ্রিমার মতো সত্য,
সৌরজগতের উজ্জ্বল নক্ষত্র, সূর্যের মতো সত্য,
আকাশে শত সহস্র মিটিমিটি তারকার মতো সত্য,
নীল মেঘের ঘন ছায়ার মতো সত্য,
মহাসাগরের অমিয় ধারার মতো সত্য।।
পার্থিব জগতে দেহাবসান মানেই হলো মৃত্যু।।
কিন্তু মৃত্যু কি কেবল দেহেরই ঘটে??
নশ্বর পৃথিবীতে সকল কিছুরই মৃত্যু ঘটে,
প্রাণিকুলের সাথে সাথে মনুষ্যত্বেরও মৃত্যু ঘটে।।
যখন চোখ দিয়ে মন্দ কিছু দেখার পর, কান দিয়ে মন্দ কিছু শোনার পর, অকারণে কাউকে নিগৃহীত, নির্যাতিত হতে দেখেও সেসবের দরজা বন্ধ করে দেয়া হয় তখন তাতে নৈতিকতার মৃত্যু ঘটে।।
যখন ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা হারিয়ে যায়
তখন সেটাতে বিবেকের মৃত্যু ঘটে।।
আবার অধিক কষ্ট সইতে না পেরে অনেকের মনটাও হয়ে যায় মৃত।।
মানবজাতি প্রতিনিয়ত এসবের সম্মুখীন হচ্ছে
কেউ কেউ এসবে জ্বলে পুড়ে ছাড়খার হচ্ছে দিবারাত্রি।।
তবুও সবাই বলে মৃত্যু অনিশ্চিত।।

রচয়িতাঃ আয়েশা সিদ্দিকা লোপা
আইনজীবী ও মানবাধিকার কর্মী

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj