জগতের মুখে মুখে রটিয়াছে আজি,
কিবা হিন্দু, ইহুদী, খ্রিস্টান আর মুসলমান,
সব মানবের এমন ক্রান্তির প্রহর, ধরা-বক্ষে,
চক্ষু-গোচরে, কস্মিনকালে ও দেখেনি।
এমন মুখর দিনের নিসর্গ ধরাতল।
থেমেছে তাওয়াফ কাবার চৌদিক,
লাব্বাইক আল্লাহুম্মা, লাব্বাইক আল্লাহুম্মা,
খোদার সান্নিধ্য পাইবার অধীর সুর।
মন্দির, গির্জা, প্যাগোডার বক্ষে বাজে-না,
শঙ্খ, উলুধ্বনি, পুরোহিতের মন্ত্রমুগ্ধ,
ঘন্টা ভুলেছে বাজিতে।
মসজিদে হাঁকিছে আযান রূগ্ন ভরা সুর,
মুয়াজ্জিন ডাকিছে, “হাইয়া আলাছ সালাহ “
তবে মসজিদে না আসিতে।
ফেরেস্তা-দল জান্নাত কাননে বসিয়া,
কি ভাবিয়েছে বিস্ময়?
মুখর দিনের ধরাতল আজি,
যাহা বাতিলের তামাশায় ভরা,
আশিকের প্রেমে রুগ্ন সুর,
জগতের মুখে মুখে বিচ্ছেদ দিনের ব্যথা,
মানবের,
তবুও আজি বিধাতাকে ভয় নয়,
গনিমত মালের উপর আজও লোলুপতা ,
লিপ্সু রুপের নেকাব,
কবে হবে ক্ষয়?
লতিফুর রহমান প্রামানিক, কবি ও আইনজীবী।
৫/৫/২০