শত দোষ ভুল মা ঢাকে আঁচলে
চুপিচুপি ডাকে খাইতে-
মা’য়ের কথা পারি না তাই ভুলতে।
ভিতর বাহির দু’ধারেই সমান
ভালোবাসায় আছে কি খাঁদ?
মা’য়ের কাছেই যতো আহলাদ।
মায়ের বকুনি মিষ্টি নিমপাতা
হাজার ভুলের মাফ-
মা’য়ে দেয় কি অভিশাপ?
সেবা করো মাকে যতোকাল বাঁচে
পাইতে হবে তাঁর দোয়া-
মা গেলে সব যাবে খোয়া।
০৬ আগস্ট ২০২১
কবি ও কলামিস্ট মুহাম্মদ তাজুল ইসলাম।