সব
facebook apsnews24.com
নুর মোহাম্মদের কবিতা "শিরোনামহীন" - APSNews24.Com

নুর মোহাম্মদের কবিতা “শিরোনামহীন”

নুর মোহাম্মদের কবিতা “শিরোনামহীন”

সফলতার শিখরে দাঁড়িয়ে তুমি,হে সন্তান _
গিয়েছো ভুলে এই গরীব বাবা মাকে।
পড়েনা কি মনে একটা বারো?
এতটা পথ পাড়ি দিয়েছো এই বাবা-মার শ্রমের ফলে।
স্ত্রী,পুত্র,সংসার পেয়ে আজ,সুখেই আছো বেশ!
তুমি ছিলে মোদের একমাত্র ভালোবাসার ধন,ভুলে গেছ শেষমেশ।
সারাদিনে থাকো কতো মৌজ মাস্তিতে মেতে;
অথচ এই বৃদ্ধ বাবা-মার কথা পড়েনা মনে,একটু সময়ের তরে।
থাকো তুমি ওই শহরের বিরাট অট্টালিকার মাঝে ;
এই দুখিনী বাবা-মা মোরা আছি পড়ে _
ঝোপের ঝাড়ে ভাঙা পুরোনো সেই,নড়বড়ে কুঁড়ে ঘরটাতে।
বিলাশবহুল জীবন তোমার,অর্থের পাহাড় হাতে;
ওষুধের অভাবে দুখিনী মা তোমার ভুগছে মরণব্যাধিতে।
সময় তাহার ফুরিয়ে আসায়,দেখতে চাইছে তোমায়;
আসনি তুমি দিয়েছি খবর, অবহেলার দারুণ মায়ায়।
জীবনের সেই অন্ত কালে পূরণ হলোনা চাওয়া,
ছটফট করে খুঁজল তোমায় নিজের মরণ বেলা।
.
.
.
বলে দিয়েছে বিদায় বেলা_
ছেলেটারে মোর দেখো,
আসে যদি মোর বিদায় খবর পেয়ে,
লাশের পালকি_
তার কাঁধে তুলে দিও।
পালকি কাঁধে,কাঁদবে যখন,নিয়ে কবরের পাড়ে,
চির শান্তিতে ঘুমিয়ে যাবো অন্ধকার কবরের মাঝে।

নুর মোহাম্মদ, কবি

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj