মানব মনের স্বভাব-
হিংসাকে তাই বিষয় ভেবেছে
ভালো মানুষের বড়ো অভাব।
মনীষী বলে হিংসা বিদ্বেষ
যতই পারি বাদ,
দান দক্ষিনা আর সত্য কর্মে
হিংসা করবো আবাদ।
শিক্ষক ক্লাসে শেখায় বুলি
হিংসে করা ছাড়ি,
গুরুজনের কথায় কান না দিয়ে
করছি বাড়াবাড়ি……
মানব মনের স্বভাব-
হিংসা ছাড়া ভাত খাবে না
আজন্ম হিংসা’র প্রভাব।
০৩ আগস্ট ২০২১