মোঃজিয়াউল ইসলাম
লক্ষাধিক ননএমপিও শিক্ষক কর্মচারী,
২০/২৫ বছরে বেতন নেই তাই গুনছে প্রহারী।
পরিশ্রমে ধন আনে এককথা সকলে জানি, প্রবাদটি এখন অসার বুঝছি অনেক খানি।
উপশহর আর রাজপথে করেছি যথার্থ দাবি,
দায়িত্বশীলেরা মনে করিনি তাদের কথা একটু ভাবি।
পিতামাতার অর্থ খরচে পড়ালেখা করেছি তাই,
ননএমপিও তে চাকরি করছি কেন!জাতির কাছে ক্ষমা চাই।
বৃদ্ধ পিতামাতা তাকিয়ে আছে সন্তান মুখপানে,
চাকরি করছে সন্তান বেতন পাবে তাই জানে।
দীর্ঘ সময়ে চাকরিতে হারিয়েছি পিতামাতা,
পূর্ণ কিছু করিনি ভূলে ভরা সব খাতা।
আবেগআপ্লুত কন্ঠে বলি সরকার বাহাদুর,
ননএমপিও নামক গ্লানি আপনি করবেন দুর।
শোকার্ত মাসে শোকাহত শত পরিবার,
মাগফিরাত কামনা শেষে যেন (ননএমপিও) হতে পারি পার।
কবি মোঃ জিয়াউল ইসলাম, একজন নন এমপিও ভুক্ত ভুক্তভোগী শিক্ষক।