নিজস্ব প্রতিবেদকঃ করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে রোববার (১ আগস্ট) থেকে শিল্প কারখানা খোলার ঘোষণা দেওয়া হয়েছে। যে কারণে গ্রামে থাকা শ্রমিকদের ঢাকায় ফেরার স্রোত নেমেছে।
এতে করে করোনা সংক্রমণ আরও বেড়ে যাওয়া আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতে শনিবার (৩১ জুলাই) রাত থেকে রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শিল্প কারখানার শ্রমিকদের নিরাপদে ঢাকায় ফেরার লক্ষ্যে শনিবার (৩১ জুলাই) রাতে এই নির্দেশনা দেওয়া হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘রফতানিমুখী যে শিল্প কল-কারখানাগুলো আছে, সেগুলো আগামীকাল (১ আগস্ট) থেকে খুলে দেওয়া হবে এবং শুধুমাত্র যারা ঢাকাতে আছে, কারখানার আশেপাশে যারা রয়ে গেছে, তাদেরকে নিয়ে তারা কাজগুলো করবে ৫ তারিখ পর্যন্ত। আমরা এর ভেতরে সিদ্ধান্ত নেব, ৫ তারিখের পর কী হবে।
এছাড়া লকডাউন চলাকালে শ্রমিকদের গ্রামে অবস্থানের অনুরোধ জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।’