মুহাম্মদ তাজুল ইসলাম
মৃত্যুর ক্ষণ আসেনি বলে
যা খুশি তাই করো,
ইচ্ছে মতো চলাফেরায়
লাগাম টেনে ধরো।
হঠাৎ ঘোরে দেখবে যেদিন
হাসপাতালের বেডে
খবর এলো পাশের জনকে যাচ্ছে নিয়ে
লাশ কাটার ওই শেডে।
শুয়ে শুয়ে তাই মৃত্যু চিন্তায়
কপালে উঠে ভাঁজ,
কালকে আমি থাকবো কিনা
সেটা ভাবছি কি তবে আজ?
মা মারা গেছে কাল বৈশাখে
বাবা গেলো এই বর্ষায়,
এসব দেখে ও পরোয়া করিনা
জ্বলে যাই হরদম ঈর্ষায়।
নানি গেলো দশ বছর হলো
পাঁচ বছর আগে দাদা
টাকার পাহাড় গড়েই চলেছি
কালোকে করেছি সাদা।
লুটপাট আর জোর দখলে
বাড়িয়ে নিজের জমি
মহামারী করোনায় মৃত্যুতে, বুঝলাম!
বড় ভুলই করেছি আমি।
ঘুষের টাকার অলঙ্কার জড়িয়ে
সাজাও কেমনে অঙ্গে,
খালি হাতে মোরা যাবো ওপারে
কিছুই যাবে না সঙ্গে।
আজকে আমরা বাদশা রাজা
কালকে আবার ফকির
মৃত্যুর স্বাদ নিতে হবে মোদের
হই না মন্ত্রী উজির।
শিক্ষা নিলে না মৃত্যু থেকে-
প্রতিটি মৃত্যুই শিক্ষা;
জ্ঞানীর জন্য নিদর্শন বটে
মূর্খের জন্য দীক্ষা।
কবি ও কলামিস্ট মুহাম্মদ তাজুল ইসলাম
২৮/০৭/২০২১ খ্রিস্টাব্দ।