অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা লোপা
তুমি নেই তাই…..
ফেকাসে গোধুলি লগন
ধুলোমাখা প্রান্তর
ক্লান্ত চাতক করেছে রৌদ্রস্নান
তপ্ত হাওয়ায় নির্বোধ
শ্রান্ত মন পাবন
অভিন্ন জীবন আর ক্লান্তিবোধ
তুমি নেই তাই…..
আমি যেখানেই থাকি
সেখানে অনন্ত বেদনারাও
হরদম করে ডাকাডাকি
ফুলদানীতে পড়ে থাকা
গুচ্ছ ফুলগুলোও চুপসে যায়
হয়ে যায় নিষ্প্রাণ, ফাঁকা
তুমি নেই তাই…..
মিলিয়ে যায় সুঘ্রাণ মাধুর্য
ক্ষণিকেই হারিয়ে যায়
মন মাতানো সকল সৌন্দর্য
হঠাৎ আলোর ঝলকানি এলে
দেখতে পাই প্রাণহীন
শুকনো পাতা ধুলোবালি মাখা
তুমি নেই তাই…..
বিরহ ব্যথা পিছু ছাড়ে না
সন্ধ্যা নামার সাথে
চারিদিকে আশ্চর্য নিরবতা
এখানেই ওমনি ইতি হোক তবে
প্রজাপতির ধূসর পাখা
পড়ে থাক নিঃশব্দে, নিরবে।
অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা লোপা
২৯- ০৭-২০২১ খ্রীস্টাব্দ