আজ যেমন এলে,
এভাবেই না হয় এসো।
তবুও এসো, ফিরে ফিরে এসো।
ভুলে যেতে যেতে এসো।
প্রতি ফাগুনের প্রথম প্রহরে এসো,
হলুদের মতো আগুন হয়ে এসো,
শিমুলের রাংগা ফুলের সাজে এসো।
শীতের কুয়াশা হয়ে এসো,
শিশিরের মতো ঘাসের বুকের উপর মুক্তো হয়ে এসো।
বর্ষায় আষাঢ়ের বাদল দিনে বাদলা হয়ে এসো,
বন্যার জলের মতো প্রেম বানে ভাসাতে এসো।
তবুও এসো, বারেবারে এসো।
অনিয়মিত হয়েই এসো।
দরজা খুলে রেখেছি,
আলতো আঘাতে কপাট ঘুচে এসো।
থেকে যাবে না জানি,
থাকতে বলছি না,
চলে যেতেই এসো।
তবুও সান্ত্বনা হোক আমার,
হয়তো কিঞ্চিৎ ভালোবাসো?
তাই তুমি এসো।
লতিফুর রহমান, আইনজীবী ও কবি