রচনায়ঃ মুহাম্মদ তাজুল ইসলাম
ঈদের খুশি
কিনবো গরু
বাঁধবো রশি দিয়ে
মনের পশু দেই তাড়িয়ে
মুখে ঠুসি দিয়ে।
গরুর হাটে
পশু কিনি
দর মিটিয়ে সেরা
সুস্থ সবল, হালাল টাকায়
গরু, খাসি আর ভেড়া।
কিনবো গরু
নিয়ত পাকা
আত্নত্যাগের জন্য
সৃষ্টি কর্তা রাজি খুশি হবে
কুরবানী হবে ধন্য।
গরুর হাটের
হইওনা গরু
ফুলের মালা দিয়ে
কুরবানী তোমার হবে না কবুল
লোক দেখানো হলে।
গরু জবাই
মানুষ দিবে
খাবে গরুর গোশত
ফ্রিজ ভরে রাখবো না তাই
মুসলিম ভাই ও দোস্ত।
গরুর গোশত
বছর ঘুরে
স্বাদ নিবে ওই
এতিম গরিব দুঃখী
বিলিয়ে দিয়ে কুরবানীতে
ধনী হবে সুখী।
গরুর আত্মা
কুরবানী দেই
আপন জীবন ভেবে
খুশি হবে বিধাতা তোমার
দু’হাত ভরে দিবে।
কবি ও কলামিস্ট মুহাম্মদ তাজুল ইসলাম।