আমায় আর ডেকো না প্রিয়
রেখো না আঁখি দৃষ্টির রেখাপাতে
দৃশ্যের বিপরীতে যে জীবন গিয়েছে বেঁকে
কী লাভ আজ অবেলায় তাকে ডেকে!
এই কনক্রিট শহরে অর্ধমৃত মানুষের ভীড়ে
ব্যর্থ মিছিল যায় চ’লে যায় ঘুমন্ত নগরে
তবু মিছিলের ভাষা যেন পৌঁছে না নীড়ে।
তুমি বরং আকাশ দ্যাখো, একাকী আকাশ।
–নাদিম সিদ্দিকী, দর্শন বিভাগ নেত্রকোনা সরকারি কলেজ।