শুনতে চাই না মৃত্যু গুঞ্জন চাওয়া যদিও মিথ্যা ভয় লাগে তাই বিষাদ সংবাদ বাঁচবে কি তবে যথাতথা? স্বাদ নিবে না মরণ বিষাদের এমন রবে না কেউ কান্নার শব্দ অহর্নিশ ভাসে লেগেছে মৃত্যুর ঢেউ। মহাবিশ্ব আজ নিপতিত এখন মহামারীর মহা-সংকটে আপনজন হারিয়ে ব্যাকুল বটে স্মৃতির পাতায় মানসপটে। কি কষ্ট কঠোর প্রাণ বিয়োগে যাঁর হারিয়ে আপনজন দিশেহারা বোধে বেগতিক দশা অশ্রুতে ভিজে সদা দুনয়ন। শুধু বেঁচে রবো এই আশা ছাড়িয়ে প্রস্তুতি নাও মৃত্যু আস্বাদে ধরণীতে রেখে, যারা যাচ্ছে ওপারে কাঁদিয়ে মরণ বিষাদে। তারিখ-১৩ জুলাই ২০২১ খ্রিঃ কবি ও কলামিস্ট মুহাম্মদ তাজুল ইসলাম।