স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্নেহধন্য, পাবনা জেলার প্রথম মন্ত্রী মির্জা আব্দুল হালিমের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
শুক্রবার (৯ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এ শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তারা বলেন, বিএনপির সাবে যুগ্ম মহাসচিব মির্জা আব্দুল হালিম শেষ জীবনে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও দেশ ও জনগনের জন্য তার ভাবনা ছিল সকল সময়ই। গণতন্ত্র, জনগনের বাকস্বাধীনতার জন্য সংগ্রাম করা এই মানুষটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে দেশবাসী।
অপর এক শোক বার্তায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ পাবনা জেলা সভাপতি মোস্তফা তারিকুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম পাবনার কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, জাতীয় রাজনীতিক মির্জা আব্দুল হালিমের ইন্তেকালে গভীর শোক জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, জনপ্রিয় ফুটবল খেলোয়াড় হিসেবে মির্জা হালিমের বেশ সুনাম ছিল। তিনি ভিক্টোরিয়া ক্লাবের হয়ে খেলতেন।