রচনায়ঃ মুহাম্মদ তাজুল ইসলাম
বেড়েছে দূরত্ব, মরছে মানুষ করোনাকালে এসে সামাজিক দূরত্ব, মানসিক দূরত্ব ভেঙেছে সম্পর্ক শেষে।
ডাক্তার রোগীর দূরত্ব বেড়েছে ছাত্র শিক্ষক বাদ পড়েনি মৃত্যুর পরেও দূরত্ব দেখেছি পিতার লাশ পুত্র ধরেনি। দূরত্ব দেখছি লাশ সৎকারে স্বামী স্ত্রীর বিচ্ছেদ দ্বিগুণ মনিব চাকরের দূরত্ব ও কমেনি নিভবে কি করোনা আগুন?
আকাশের দূরত্ব, জমিন থেকে কমাতে সকল মুসিবত; সাত আসমানের স্রষ্টাকে ডাকি হোক সেটাই বড় নসিহত। কবি ও কলামিস্ট মুহাম্মদ তাজুল ইসলাম।