এপিএস নিউজ ডেস্ক
কভিড-১৯ নিয়ে ফের আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচ্ও)। সংস্থাটি জানিয়েছে, করোনা নামক মারণ ব্যাধি থেকে এখনই নিস্তার নেই। এখনও অনেক অপেক্ষা করতে হবে। এ বিপদ এত সহজে কাটার নয়। হয়তো কোনওদিনই আমাদের ছেড়ে যাবে না করোনা।
বুধবার ডব্লিউএইচ্ও এর জরুরি পরিস্থিতি বিভাগের প্রধান মাইক রায়ান বিশ্ববাসীকে সতর্ক করে এ কথা বলেছেন।
তিনি বলেছেন, করোনা ভাইরাসও হয়তো এইচআইভির মতো । যা কিনা কোনওদিন আমাদের ছেড়ে যাবে না।
রায়ান বলেন, মানুষের শরীরে সংক্রমণ ছড়ানো এই ধরনের ভাইরাস আমরা প্রথমবার দেখছি। সুতরাং এটা বলাটা খুব কঠিন যে ভাইরাসটির বিরুদ্ধে আমরা কতদিনে যুদ্ধজয় করতে পারব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলছেন, এই ভাইরাসটাও হয়তো আর পাঁচটা মহামারির মতো আমাদের সমাজে থেকে যেতে পারে। হতে পারে এটা হয়তো কখনওই বিদায় নেবে না। এইচআইভি কি গেছে? যায়নি তো। তবু একে সঙ্গে নিয়েই আমরা বাঁচতে শিখে গেছি।
এর আগে করোনার টিকা না বের হ্ওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থারই আরেক কর্মকর্তা ডেভিড নাবারো।
তিনি বলেন, এমন কিছু ভাইরাস আছে, যাদের বিরুদ্ধে এখনও আমরা টিকা আবিষ্কার করতে পারিনি। যেমন এইচআইভি বা ডেঙ্গু। কভিড-১৯-এর টিকা আদৌ বের হবে কি না, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই। তেমন প্রতিষেধক নাও বের হতে পারে। সূত্রঃ কালের কণ্ঠ অনলাইন ।
এপিএস/১৪মে/পিটিআই