সব
facebook apsnews24.com
রায়হান কাওসার এর কবিতা- কোথা নেই কেউ যে - APSNews24.Com

রায়হান কাওসার এর কবিতা- কোথা নেই কেউ যে

রায়হান কাওসার এর কবিতা- কোথা নেই কেউ যে

কোথা নেই কেউ যে

রায়হান কাওসার

পশ্চিমে নীল আকাশ নিভে যায় 
নিমিষে,
হেথা একা বসে আছি কোথা
নেই কেউ যে।
আজিকের সন্ধ্যাটি লাগে না
তো ভাল যে।

কোথা নেই কেউ আজি হেথা
আমি একা যে,
দূর গাঁয়ে পাখিগুলি যায় ফিরে
বাড়ি যে।
চারিদিকে কেউ নেই একা আমি
একা যে।

আঁধার আসে, ঝিঁঝিঁ ডাকে
মেঠো ঐ পথেতে,
ধুক ধুক হৃদয়ে ফিরি আমি বাড়ি
যে।
চারিদিকে শুন-শান কোথা নেই
কেউ যে।

পরনেতে লাল জামা পরি আমি
আজিকে,
হেথা-সেথা ঘুরি ভুলে, বাড়ি
মোর কোথা যে।
আজি চেনা ঐ মাঠ-ঘাট চেনে না
যে আমাকে।

সন্ধার বাতাস আজি লাগে খুবি
ভারী যে
বড়-বড় চুল মোর চায় না
যে দুলিতে।

কেউ জানি হেসে বলে আছ
ব্যাটা রসেতে!
তবু মোর কেউ নেই ভীত আমি
একা যে।

যাই আমি কলেজেতে,
যাই আমি বাজারে,
কত লোক আসে যায় দিয়ে
মোর পাশেতে।
কেন তবু একা লাগে একা আমি
একা যে।

যাই আমি দূর গাঁইয়ে মেঠো
পথ দিয়ে যে,
কাদা মাখা পথ বলে নস তুই
একা যে,

আমি আপন, আমি ভাল, আয়
মোর বুকেতে।
খেলি আয় কত খেলা আজি
বড় সুখেতে।

গাঁইয়ের ঐ লোকগুলি নয় অত
ভালো যে।
ভীন দেশে যাই আমি, ঘুরি ফিরি
কত যে,
আজি হেথা কাল সেথা, পথ
বলে কত কথা।

অচেনা সব লোকগুলো হয়
বড় ভাল যে,
ভাবি সেথা আছে রাখা
সোনাদানা সুখ যে।

ফিরি আমি ঘুরে-ফিরে রোজকার
কুটিরে,
বেচে সব আহাজারি
ভীনদেশী বাজারে।
কেন জানি একা আমি কোথা
নেই কেউ নেই যে। -----

লেখকঃ রায়হান কাওসার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। ইমেইল : raihankawsardu@gmail.com

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj