নাজমূল হাসান,গবি:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাবনাকে বাতিলের দাবি জানিয়ে গণ বিশ্ববিদ্যালয়ের অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ। একইসঙ্গে এই প্রস্তাবনাকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৩ জুন) সংগঠনের সভাপতি পবিত্র কুমার শীল ও সহ সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সূত্রধর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে তারা বলেন, ৩রা জুন ২০২১-২২ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা হয়েছে। এরই মধ্যে আমরা জানতে পেরেছি অর্থমন্ত্রী এ বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ১৫% কর আরোপের কথা প্রস্তাব করেছেন। শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় আরও বৃদ্ধি করবে।
অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই প্রস্তাবনা প্রত্যাখ্যান করছে। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের উপরে যেকোনো প্রকার কর আরোপিত হলে তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিক্ষার্থীদের উপরেই চাপানো হবে। শিক্ষা কোনো পণ্য হতে পারে না শিক্ষা আমাদের অধিকার, এই প্রস্তাবনা সরকারের মুনাফালোভী চরিত্রকে আরও স্পষ্ট করছে।
তারা আরও বলেন, এর আগেও ২০১০ এবং ২০১৫ অর্থবছরেও শিক্ষাখাতে কর আরোপ করা হয়েছিল যা প্রবল ছাত্র আন্দোলনের মুখে সরকার বাতিল করতে বাধ্য হয়। অতীত থেকে শিক্ষা নিতে হবে সরকারকে।
সরকারের এই শিক্ষাবিক্রির নীতি সাধারণ শিক্ষার্থীরা যেকোনো মূল্যে প্রতিহত করবে এবং অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ শিক্ষার্থীদের সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে ছাত্রবিরোধী সিদ্ধান্ত বাতিলে সরকারকে বাধ্য করবে, বলেন সংগঠনের নেতারা।