তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৫৭ রান সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ দল। ফলে জিততে হলে ২৫৮ রান করতে হবে সফরকারীদের।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারটা দেখে-শুনেই খেলেন টাইগার দলনেতা তামিম ইকবাল। কিন্তু দ্বিতীয় ওভারেই চামিরার বলে কট-বিহাইন্ড হন আরেক ওপেনার লিটন। ৩ বল খেলে কোনো রানই তুলতে পারেননি তিনি।
দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে অনেকটা ধীর গতিতে খেলতে থাকেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গুনাথিলাকার বলে নিশানকার হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৩৪ বলে ১৫ রান করেন তিনি।
তৃতীয় উইকেট জুটিতে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দারুণ ছন্দেই ব্যাট করছিলেন তামিম। এ সময় দুজন মিলে তুলেন ৫৬ রান। এদিকে টাইগার অধিনায়ক ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম অর্ধশত রান পূর্ণ করার পর ৫২ রানে আউট হন। পরের উইকেটে ব্যাট করতে আসা মোহাম্মদ মিঠুন ফিরেছেন শূন্য রানেই।
এদিকে পঞ্চম উইকেট জুটিতে খুঁটি গেড়ে খেলেন মুশফিক এবং মাহমুদউল্লাহ। এ সময় দুজন মিলে গড়েন ১০৯ রানের জুটি। ওয়ানডে ক্যারিয়ারের ৪০তম অর্ধশত রান পূর্ণ করে লঙ্কান স্পিনার সান্দাকানের বলে উদানার হাতে ক্যাচ তুলে দেন মুশি। ৪ চারে এবং একটি ছয়ে ৮৭ বলে করেছেন ৮৪ রান।
মুশফিক আউট হওয়ার পর হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তবে এরপর আর বেশিক্ষণ ক্রিজে অবস্থান করতে পারেননি তিনি। ৭৬ বলে করেন ৫৩ রান।
শেষদিকে ২২ বলে ২৭ রান তুলেন আফিফ হোসেন। এছাড়া ৯ বলে ১৩ রান করেন সাইফউদ্দিন।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ধনঞ্জয়া ডি সিলভা।