সব
facebook apsnews24.com
গলাচিপায় ফরেজ আলী ও জেল ভানুর দূর্বিষহ জীবন, পায়নি কোন সহায়তা! - APSNews24.Com

গলাচিপায় ফরেজ আলী ও জেল ভানুর দূর্বিষহ জীবন, পায়নি কোন সহায়তা!

গলাচিপায় ফরেজ আলী ও জেল ভানুর দূর্বিষহ জীবন, পায়নি কোন সহায়তা!

তৌফিক হাসান, গলাচিপা (পটুয়াখালী): ঈদে করোনা কালেও পাননি কোন সহযোগিতা, দিন কাঁটছে খুব কষ্টে! অসহায়ের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তাদের জীবন কাটছে খুব দুঃখ দুর্দশায়। করোনার টাকা সহ অন্য কোন ধরনের সহযোগিতা পায়নি তারা। ঈদে অনেকেই সরকারি সহযোগিতা পেয়েছে কিন্তু তারা পাইনি কিছুই।

একটি ঘরের জন্য গত ২-৩ বছর ধরে মেম্বার, চেয়ারম্যান ও স্থানীয় আঃলীগ নেতা-কর্মীদের সাথে অনেক বার কথা বলেও হয়নি কোন সুরাহা।

২০০৭ সালে সিডর বন্যার পর একটি ঘর পেয়েছিলো। সে ঘর থেকে এখন বৃষ্টি এলেই অঝোরে পানি পরে। ঐ ঘরে এখন থাকার মতো সাধ্য নাই।

পটুয়াখালীর গলাচিপা থানার আমখোলা ইউনিয়নের চারআনি বাউরিয়া গ্রামের ফরেজ আলী ও জেল ভানুর চলছে এমন দূর্বিষহ জীবন। তারা বলেন, “আমরা সরকার থেকে তেমন কোন সহযোগিতা পাইনা। পাইনা কোন বরাদ্ধ। ১০-১২ বছর আগে একটা ঘর পাইছি তা দিয়াও এখন পানি পরে। তারা আরো বলেন, সরকার আমাগো যদি একটা ঘর দেয় তাহলে আমারা ঘরে থাকতে পারমু। আমাগো ঘর উঠানোর মতো টাকা পয়সা নাই”।

ফরেজ আলীর একমাত্র ছেলে মোঃ জামাল মিয়া তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে কোন কাজ করতে পারেনা।

স্থানীয়রা বলেন, তারা খুব অসহায় তাদের যদি সরকার একটা ঘর বরাদ্ধ দেয় তাহলে তারা খুব উপকৃত হবে। এখন বর্ষকাল রাতে বৃষ্টি হলেই কাথা,বলিশ ভিজে একাকার হয়ে যায়। এই অবস্থায় তারা নতুন ঘর তৈরি বা ঐ পুরান ঘর মেরামত করার মতো কোন অর্থ নেই। এই পরিপেক্ষিতে সরকারের সহযোগিতা একান্ত কাম্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিশ কুমার সাহা বলেন, এখন যে ঘরের জন্য নাম দিচ্ছে, এই বরাদ্ধে তারা ঘর পাবেনা। পরবর্তী সময় যোগাযোগ করতে হবে, আমরা চেষ্টা করবো।

আপনার মতামত লিখুন :

গরমকালে প্রস্রাবে ইনফেকশনের ঝুঁকি বাড়ে! প্রতিরোধে করণীয়

গরমকালে প্রস্রাবে ইনফেকশনের ঝুঁকি বাড়ে! প্রতিরোধে করণীয়

দ্রুত সময়ে রেকর্ড  সংখ্যক মামলা নিষ্পত্তি কুষ্টিয়ার অতিঃ জেলা জজ প্রথম আদালতে

দ্রুত সময়ে রেকর্ড সংখ্যক মামলা নিষ্পত্তি কুষ্টিয়ার অতিঃ জেলা জজ প্রথম আদালতে

জঙ্গি হামলায় নিহত  বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে স্মরণে

জঙ্গি হামলায় নিহত বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে স্মরণে

শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ বন্ধ করুন : বাংলাদেশ ন্যাপ

শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ বন্ধ করুন : বাংলাদেশ ন্যাপ

দাদা ছবি তুলে কাজ নাই পারলে আমাকে একটু সাহায্য করুন না

দাদা ছবি তুলে কাজ নাই পারলে আমাকে একটু সাহায্য করুন না

টিকা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জাতি জানে না : এলডিপি

টিকা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জাতি জানে না : এলডিপি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj