মুহাম্মদ তাজুল ইসলাম
দেখছি বসে মিডিয়াতে
ছিন্ন ভিন্ন শিশু
মারছে বোমা আকাশ হতে
ইসরায়েলের নরপশু।
বাবা চলে গেছে না ফেরার পথে
মা যখন হাসপাতালে
নিষ্ঠুর এক মানবতা আজ
বোমা মারে তালে তালে।
বস্ত্রহীন ক্ষুধার্ত শিশু
দুনিয়ায় হলো এতিম
আল্লাহর কাছে বিচার দিও গো;
মুসলিম ভ্রাতৃপ্রতিম।
অন্যায় যুদ্ধে মরছে মানুষ
নেই কারো ভ্রুক্ষেপ
শিশু ও নারী মজলুম সেথা
আহাজারি আর আক্ষেপ।
শিশু নির্যাতন বন্ধ করো হে
চাপানো অসম যুদ্ধ
মুসলিম বিশ্ব চুপ কেনো তবে
হয়ে গেছি বাকরুদ্ধ।
বিচার দিবে ওই মজলুম শিশু
তোমার আমার মালিক যিনি
আবাবিল কিন্তু আসিবে আবার
করিও না ছিনিমিনি।
ভুঁইফোড় আর বেজন্মা কীট
ইসরায়েল ও তার দোসর
দখলদারী হয়ো না এ ধরায়
বাঁচিবে না হাজার বছর।
বিশ্ববিবেক নাড়া দিয়ে যায়
বোমা মেরে মারে শিশু
আর কেউ নয় বেয়াদব তুমি,
তুমি জারজ! ইসরায়েলের পশু।
বোমা ফেলো তুমি মানুষের উপর
আরেক মানুষ হয়ে
অমানুষ হইও না ভাবতে শিখো
মানুষ সবার উর্ধ্বে।
কবি ও কলামিস্ট মুহাম্মদ তাজুল ইসলাম