করোনা সঙ্কট মোকাবেলায় রাজনীতির উর্ধ্বে উঠে জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন, করোনায় গোটা বিশ্ব বিপর্যস্ত। আজকে করোনা আমাদের অনেক জীবন নিয়ে গেছে। মানুষের জীবিকা বিপন্ন। সরকার করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ। তারা দেশের মানুষের জীবন-জীবিকা নিয়ে ছিনিমিনি খেলছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ট অনুসারী দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ভাষা সৈনিক আলহাজ্ব গোলাম সারওয়ার খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত ভার্চুয়াল স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, প্রবীণ রাজনীতিক গোলাম সারওয়ার খান আজীবন মজলুম জননেতা মওলানা ভাসানীর অনুসারী ছিলেন। মুক্তিযদ্ধের চেতনা লালন করে শোষনমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। তার অবদান জাতি ও দল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। একজন সুদক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসেবে দেশের রাজনীতিতেও তিনি ভূমিকা রেখেছেন।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেয়ার এক বছর পার হলেও দেশের চিকিৎসা ব্যবস্থার তেমন কোন উন্নয়ন হয়নি। তাই করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। আক্রান্ত রোগীরা হাসপাতালে সিট পাচ্ছে না। পয়সা খরচ করেও আইসিইউ পাচ্ছে না মারাত্মকভাবে আক্রান্ত রোগীরা। আর হতদরিদ্র মানুষের জন্য করোনা চিকিৎসা অসম্ভব হয়ে পড়েছে।
বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন দলের প্রেসিডিয়াম সদস্য সাদ্দাম হোসেন, মনির এনায়েত মল্লিক, ব্যারিষ্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. নরুল আমান চৌধুরী, আতিকুর রহমান, এহসানুল হক জসীম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, কুমিল্লা বিভাগীয় সমন্বয়কারী মো. মহসিন ভুইয়া, মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. শামিম ভুইয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ভাষা সৈনিক গোলাম সারওয়ার খান এক দেশপ্রেমিক রাজনীতিবিদ। কিছু পাবার লোভে নয়, গণমানুষের মুক্তি লক্ষে আজীবন রাজনীতি করেছেন। তার মৃত্যুতে দেশপ্রেমিক ও ত্যাগী রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়।
তিনি বলেন, করোনাকালীন সময়ে জনজীবনকে স্তব্ধ করে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। বহু জ্ঞানীগুনী মানুষও এর থাবা থেকে রক্ষা পায়নি। এই নির্মম চিত্র জাতি হিসেবে আমাদের ক্ষত-বিক্ষত করেছে। এই মুহুর্তে সকল দলকে রাজনীতির উর্দ্ধে থেকে ঐক্যবদ্ধভাবে এই মহাবিপর্যয় থেকে কিভাবে আমরা জাতিকে রক্ষা করতে পারি তার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে।