সব
facebook apsnews24.com
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ভিন্ন আঙ্গিকে চৈত্র সংক্রান্তি উৎসব - APSNews24.Com

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ভিন্ন আঙ্গিকে চৈত্র সংক্রান্তি উৎসব

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ভিন্ন আঙ্গিকে চৈত্র সংক্রান্তি উৎসব

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন আঙ্গিকে চৈত্র সংক্রান্তি উৎসব ১৪২৭ পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলা বছর ও বসন্তের শেষদিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে কলা পাতায় পান্তা ও ঘুড়ি উৎসবের আয়োজন করে৷

ক্যাম্পাসের খেলার মাঠে রঙিন ঘুড়ি উড়িয়ে পুরাতন বছরের সকল দুঃখগুলোকে বিদায় জানান তারা। লাল, নীল ও হলুদ কাগজের নৌকা পানিতে ভাসিয়ে পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানানো হয়। পরে ট্রান্সপোর্ট চত্বরে পান্তা পর্বের মধ্য দিয়ে আয়োজনের ইতি ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চৈত্র সংক্রান্তি উৎসব ১৪২৭ এর আয়োজন প্রসঙ্গে ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সস অনুষদের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, ‘এ বছর করোনার কারণে সব আয়োজনেই জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবে যেহেতু এটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর, সেহেতু যদি আমরা কিছুই না করি, তবে স্বাধীনতার বিপক্ষের শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। তাই সীমিত পরিসরে হলেও দূরত্ব বজায় রেখে, মাস্ক পরিধান করে আয়োজনটি সম্পূর্ণ করেছি।’

একই অনুষদের শিক্ষার্থী শুভঙ্কর চন্দ্র দে বলেন, ‘করোনা লগ্নে চৈত্র সংক্রান্তি আয়োজন ছিল কঠিন চ্যালেঞ্জ। ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়ে প্রার্থনা করেছি—যেন বাঙালিরা মুক্ত বাতাসে বেড়াতে পারে। কাগজের নৌকায় ভাসিয়ে দিয়েছি বছরের জরাজীর্ণতা ও মনের সকল সংকীর্ণতা। পরে গাছ তলায় পান্তা ও আলো ভর্তা খেয়েছি। আমাদের মনে ছিল বাঙালিয়ানাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা।’

বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ শিক্ষার্থী আসাদুর রহমান বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীরাও সাংস্কৃতির চর্চা করে এবং বাঙালির ঐতিহ্যকে ধরে রেখেছে। তা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। আজ আমিও এর স্বাক্ষী হলাম।’

তিনি আরও বলেন, ‘ভরদুপুরের আড্ডায় উঠে আসে মুক্ত কল্পনা ও ছন্দ গানের খেলা। ঝরা-ক্লেশ জর্জরিত বিশ্বে বাঙ্গালির উদ্যমশীলতার প্রতীক হোক চৈত্র সংক্রান্তির এ আয়োজন।’

বাংলা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ড. কৃষ্ণা ভদ্রা বলেন, গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বপ্নের দিশারী। তারুণ্যেরা যে বাঙালি কৃষ্টি লালন করে বেড়ে উঠছে। তার প্রমাণ চৈত্র সংক্রান্তি পালন। শিক্ষার্থীদের আনন্দে প্রবাহিত ধারায় ভরে উঠুক স্বস্তি ও সিগ্ধতা এ কামনা করছি।

শিক্ষার্থীদের প্রত্যাশা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাংস্কৃতি চর্চায় এই ক্যাম্পাসের সুনাম অনেক দূরে এগিয়ে যাবে।

আপনার মতামত লিখুন :

অবন্তিকার মায়ের আহাজারি-মেয়ে আমার বিচারক হতে চেয়েছিল

অবন্তিকার মায়ের আহাজারি-মেয়ে আমার বিচারক হতে চেয়েছিল

জবি ছাত্রীর আত্মহত্যা, রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ

জবি ছাত্রীর আত্মহত্যা, রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ

ঢাকা কলেজ’৯০ এর কমিটি গঠন: সভাপতি সজীব, সাধারণ সম্পাদক রুপন।

ঢাকা কলেজ’৯০ এর কমিটি গঠন: সভাপতি সজীব, সাধারণ সম্পাদক রুপন।

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ হবে ৩৭ হাজার, ফল প্রকাশ ১৪ ডিসেম্বর

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ হবে ৩৭ হাজার, ফল প্রকাশ ১৪ ডিসেম্বর

এসএসসিতে এক কক্ষের ৫২ জন ফেল, ফল পুনর্মূল্যায়নে সবাই পাস! জিপিএ-৫ ১৪ জন

এসএসসিতে এক কক্ষের ৫২ জন ফেল, ফল পুনর্মূল্যায়নে সবাই পাস! জিপিএ-৫ ১৪ জন

হাবিবুল বাসারের জার্মান বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তি

হাবিবুল বাসারের জার্মান বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj