মহিপুর থানা প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুর থানায় যোগদানকৃত ওসি মনিরুজ্জামান যোগদানের পর থেকে মানবিক সেবা প্রদান করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে থানা চত্বরে স্বত:স্ফুর্তভাবে ভাবে জাতীয় অনুষ্ঠানগুলো উদযাপন এবং সেবা নিতে আসা ব্যক্তিদের চা-বিস্কুট দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেছেন তিনি।
প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য মোবাইল ফোনে চালু করেছেন হ্যালো ওসি নামক সেবা কার্যক্রম।
ওসির এমন আচরণে এলাকাবাসীসহ সাধারণ মানুষ খুব খুশি।
সরেজমিনে জানা যায়, সাগর কন্যা পটুয়াখালী জেলার মহিপুর থানায় গত ০২/০৩/২০২০ ইংরেজি তারিখ মহিপুর থানায় যোগদানের পর থেকে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ছুটে বেড়াচ্ছেন চলে প্রত্যন্ত অঞ্চলে।
এছাড়াও বিভিন্ন হাট-বাজারে গিয়ে সাধারণ মানুষকে নিয়ে মাদক, করোণা সংক্রমন প্রতিরোধ ও সচেতনতামূলক বিট পুলিশিং সভার অয়োজন করেন তিনি।
সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানান, ওসি মনিরুজ্জামানের আচারণই বলে দেয় তিনি একজন মানবিক পুলিশ অফিসার । তার সাথে কথা বলতে কোন দালাল তো দূরের কথা কারো অনুমতি ও লাগেনা।
একাধিক জনসাধারণ বলেন, ওসি সাহেব মহিপুুর থানায় যোগদানের পরই খুব সাহসিকতা ও দক্ষতার সাথে এলাকায় চোর, ডাকাত, মাদক ব্যবসায়ীদের আটকসহ সাধারণ মানুষদের সেবা দিয়ে যাচ্ছেন ।
এমন মহতি কাজে এলাকাবাসী খুবই আনন্দিত।
একজন দায়িত্বশীল পুলিশ অফিসারের যেসকল গুণাবলি থাকা প্রয়োজন সেগুলো ওসি মনিরুজ্জামানের মধ্যে বিদ্যমান রয়েছে।
তিনি বাল্যবিবাহ,মাদক, ইভটিজিং ও চাঁদাবাজি দমনে সক্রিয় রয়েছেন।
এ বিষয়ে মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন, মহিপুর থানায় সরকারি কর্মচারীদের প্রতি বঙ্গবন্ধুর নির্দেশাবলী থানার প্রতিটি সদস্য পালন করে সোনার বাংলা প্রতিষ্ঠায় মহিপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর।
বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও জঙ্গিবাদ মুক্ত করাই আমার পরিকল্পনা। বিপদে না পড়লে থানায় কউে আসেন না। তাই সাধারণ মানুষ যেনো পুলিশের কাছ থেকে সেবা পান আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে ।মানুষের প্রথম ভরসাস্থল হবে থানা ইনশাআল্লাহ।