আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৪ এপ্রিল (সোমবার) রাত ৮টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কুমারগাঁওয়ে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ডের কারণে সিলেটের ৫টি বিক্রয় ও বিতরণ অঞ্চলে প্রায় ৩ ঘন্টা বিদ্যুৎ সাপলাই বন্ধ ছিল। ২০২০ সালের ১৭ নভেম্বর দুপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল । সে সময় সিলেটে প্রায় ৩১ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (ব্ক্রিয় ও বিতরণ বিভাগের) একজন কর্মকর্তা জানান, আগুণের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করেন এবং তিনি জানান,আগুন লাগার সাথে সাথে দ্রæত নেভানো হয়েছে। বড় ধরণের কোন ক্ষয় ক্ষতি হয়নি । তিনি বলেন কিছু কাঠের বাক্স পুড়েছে । আর তেমন কোন ক্ষতি সাধিত হয়নি।