শিক্ষকতা জীবনের ৩০ বছর পূর্ণ করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, খ্যাতনামা লেখক ও গবেষক প্রফেসর ড. আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী । ১৯৯১ সালের ২৭ মার্চে আল কুরআন ও উলুমুল কুরআন বিভাগে প্রভাষক পদে যোগদান করেন । শিক্ষকতার পাশাপাশি গবেষণা ও লেখালেখিতে নিজেকে ব্যাস্ত রেখেছিলেন তিনি।
ড, আ, ব, ম, সাইফুল ইসলাম সিদ্দীকী ষাটের দশকে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঢেংগার গড় গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন । তিনি আলহাজ্জ মুরশাদুজ্জামান সরদার ও মরহুমা জামিলা খাতুনের দ্বিতীয় পুত্র।
তিনি মাদ্রাসা-ই-আলীয়া ঢাকা হতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ হতে প্রথম শ্রেণীসহ বিএ (অনার্স), এমএ ডবল (আরবী ও ইসলামিক স্টাডিজ) এবং ১৯৯৯ সালে ইউজিসি ফেলোশীপসহ আরবী প্রবাদ সাহিত্যের উপর পিএইচ. ডি. ডিগ্রী লাভ করেন ।
তিনি ১৯৮৯ সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ঢাকার সহকারী পরিচালক এবং ১৯৯০ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমী ভাটিয়ারী চট্টগ্রামে সেনাবাহিনীর ক্যাপ্টেন পদ মর্যাদায় ইনস্ট্রাক্টর (আরবী) হিসাবে যোগদান করেন ।
তিনি ১৯৯১ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় আল-কুরআন ওয়া উলুমুল কুরআন বিভাগে প্রভাষক, ১৯৯৪ সালে আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক, ১৯৯৯ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৪ সালে প্রফেসর হিসেবে যোগদান করেন । তিনি ২০০১-২০০৪ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০১২-২০১৪ সাল পর্যন্ত থিওলজী এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন হিসাবে দায়িত্ব পালন করেন।
ড. সিদ্দীকী ইসলামী বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসাবে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ইতোমধ্যে তাঁর অধীনে ৪ জন থিসিস (মাস্টার্স), ৯ জন এম. ফিল. এবং ১২ জন পিএইচ. ডি. ডিগ্রী লাভ করেন। তন্মধ্যে ২০০৯ সালে ২০২তম সিন্ডিকেট সভায় একসাথে ৫ জন গবেষককে পিএইচ. ডি. ডিগ্রী প্রদান করে তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে রেকর্ড সৃষ্টি করেন। বর্তমানে তাঁর অধীনে ৭ জন পিএইচ. ডি. এবং ১ জন এম. ফিল. গবেষক গবেষণারত আছেন। তিনি ইতোমধ্যে দেশে-বিদেশে চার শতাধিক পিএইচ. ডি./ অন্যান্য সেমিনারে প্রধান অতিথি/ বিশেষ অতিথি/ প্রবন্ধকার/ আলোচক হিসাবে অংশগ্রহণ করেন এবং অর্ধশত এম. ফিল. ও পিএইচ, ডি, পরীক্ষা কমিটির আহবায়ক/ সভাপতি/ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।
তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আর্থিক সহযোগিতায় ৮টি প্রজেক্ট সম্পন্ন করেন। তিনি ২০০৫ সালে Bangladesh National Curriculam Board (NCTB)-এর নবম দশম শ্রেণীর ইসলামী শিক্ষা গ্রন্থের রচয়িতা। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত “আরবী প্রবাদ সাহিত্য” (২য় সংস্করণ ২০০৫ সাল) তাঁর অন্যতম গবেষণা গ্রন্থ। তিনি আল-কুরআনের পূর্ণাঙ্গ অনুবাদও সমাপ্ত করেন।
দেশী-বিদেশী ১০টি জার্নালে অর্ধ শতাধিক এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ইসলামী বিশ্বকোষ, কুরআন বিশ্বকোষ, সীরাত বিশ্বকোষ, সমাজ বিজ্ঞান প্রকল্প এবং বাংলাপিডিয়ায় সমসংখ্যক গবেষণা প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হয়েছে । তিনি অনুষদীয় গবেষণা জার্ণাল “THE ISLAMIC UNIVERSITY STUDIES”-এর সম্পাদনা করেন। বিভাগীয় গবেষণা জার্ণাল THE QURANIC STUDIES-এর প্রতিষ্ঠাতা সম্পাদক। এছাড়াও তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের ১৩ টি গবেষণা জার্ণালের সম্পাদনা পরিষদের সদস্য ও রিভিউয়ার।
তিনি একজন কলামিস্ট। দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকা, স্মারক ও বিভিন্ন সংকলনে সমসাময়িক উচ্চ শিক্ষা সমস্যা বিষয়ক তার অনেক প্রবন্ধ ও নিবন্ধ এবং বিভিন্ন ভাষা হতে অনুদিত কবিতা ও গল্প প্রকাশিত হয়েছে।
ড. সিদ্দীকী’র বর্তমানে প্রকাশিত বইয়ের সংখ্যা ১৩টি । কয়েকটি বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভূক্ত হিসেবে রয়েছে। আরও ১৬টি বইয়ের পান্ডুলিপি প্রস্তত রয়েছে বলে জানান তিনি।