এপিএস নিউজ ডেস্ক
করোনা মোকাবিলায় আপাতত সব আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।
রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সুপ্রিম কোর্টের একাধিক বিশ্বস্ত সূত্র সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন।
সভায় একটি অধ্যাদেশ জারির মাধ্যমে ভার্চুয়াল কোর্ট চালু করতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সুপ্রিম কোর্টের হাইকোর্ট রুলস সংশোধন করে ভার্চুয়াল আদালত স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি অংশগ্রহণ করেন।
করোনাভাইরাস মোকাবিলায় সরকারি সাধারণ ছুটির সঙ্গে মিল করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ৫ মে পর্যন্ত দেশের সব আদালত ছুটি ঘোষণা করা হয়। এমন পরিস্থিতিতে প্রত্যেক জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ আদালতকে সুবিধামতো প্রতি সপ্তাহের যেকোনো দুই দিন কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরি জামিন শুনানির নির্দেশ দিয়ে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন প্রজ্ঞাপন জারি করে।
সাধারণ আইনজীবীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে ফেসবুকে নানা ধরনের যুক্তি তুলে ধরেন। পরে গতকাল শনিবার সে সিদ্ধান্ত আগামী সোমবার পর্যন্ত স্থগিত করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এছাড়া ফুল কোর্ট সভায় একটি অধ্যাদেশ জারির মাধ্যমে ভার্চুয়াল কোর্ট চালু করতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানানোর সিন্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে হাইকোর্ট বিভাগের রুলস সংশোধন করে ভার্চুয়াল আদালত স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ফুল কোর্ট সভা।
এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে আজ রবিবার ভিডিও কনফারেন্সে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এ সভায় আপাতত সব আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্রঃঢাকাটাইমস।
এপিএস/২৬এপ্রিল/টিটিএন