পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদের ৯১ তম জন্মদিনে শপথ নিলাম আবারো জাতীয় পার্টি সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং ৬৮ হাজার গ্রাম বাংলার ভালোবাসার দল জাতীয় পার্টি ক্ষমতায় আসবে…………….. কুষ্টিয়ায় সুমন আশরাফ, সাহিত্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয় পার্টি।
পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় জাতীয় পার্টির কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমন আশরাফ সাহিত্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয় পার্টির, সভাপতিত্ব করেন নাফিজ আহম্মদ খান টিটু সভাপতি কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি শাহরিয়ার জামাল জুয়েল, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পারভেজ মাজার, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চাঁদু, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি রেজা আহম্মদ,কুষ্টিয়া জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, কুষ্টিয়া মিরপুর উপজেলার সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ভেড়ামারা উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, দৌলতপুরের সাধারণ সম্পাদক নাজমুল হুদা, কুমারখালী উপজেলার সহ-সভাপতি এস এম রবিউল ইসলাম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির এবং সকল অঙ্গসংগঠনের নেত্তৃতবৃন্দ ও কর্মীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন কুষ্টিয়া জেলার সকল উপজেলা ও থানা জাতীয় পার্টি আমরা এক ছাতার নিচে আবদ্ধ, সকলে হিংসা বিদ্বেষ দূর করে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে কাজ করব এবং কুষ্টিয়া জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা যারা ছিলেন এবং গত হয়েছেন তাদের শ্রদ্ধা জানাবো এবং স্মরণ করব। হোসাইন মুহম্মদ এরশাদ সকল উপজেলা সৃষ্টি করেছেন এবং প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। উক্ত অনুষ্ঠানে হুসাইন মোহাম্মদ এরশাদ এর ৯১ তম জন্মদিনে গভীর বিনম্র শ্রদ্ধা জানান এবং তার মাগফিরাত কামনার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।