ভোলায় চাঞ্চল্যকর বাবা হত্যা মামলায় ছেলে আবু সায়েদ ওরফে সাঈদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক পেনাল কোডের ৩০২ ধারা মোতাবেক এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের চরআনন্দ পার্ট-১ গ্রামের বাসিন্দা।
মামলার রায়ে জানা যায়, আসামি আবু সায়েদ গত ২০১৭ সালের ২৩ আগস্ট বিকালে বসতবাড়িতে তার বাবা আব্দুল মুনাফ সাজিকে পথরোধ করে হত্যার উদ্দেশ্যে পেছন দিক থেকে লোহার সাবল দিয়ে মাথায় আঘাত করলে পরলে পরের দিন হাসপাতালে পিতার মৃত্যু হয়।
২৫ আগস্ট নিহতের অপর ছেলে আ. রব বাদী হয়ে আবু সায়েদের বিরুদ্ধে ভোলা থানায় হত্যা মামলা করেন। মামলার আলোকে পুলিশ আসামি আবু সায়েদকে আটক করে।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু জানান, মামলাটি দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর বিচারকার্য পরিচালনার পর আজ একটি ঐতিহাসিক রায় হয়েছে। রায়ে আমরা খুশি। তবে মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে জানান, আসামি ন্যায়বিচার পায়নি। তাই আমরা উচ্চ আদালতে যাব।