হাসান তানভীর,গণ বিশ্ববিদ্যালয়:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বাস ড্রাইভার মো. জয়নালকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে ঘোড়াপীর মাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নিরাপত্তাকর্মী ইদ্রিস আলীর ছেলে মিত্তুন সাইফ ও তার বন্ধুবান্ধব জয়নালকে মারধর করে। ঘটনার পর ড্রাইভার জয়নালকে নিকটস্থ গণস্বাস্থ্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়।
এর আগে, প্রায় দুই মাস আগে জয়নাল ও নিরাপত্তাকর্মী ইন্দ্রিসের মধ্যে মারপিট হয়৷ এতে ইদ্রিসের হাত ভেঙ্গে যায়৷ জয়নাল বলেন, ঐ ঘটনার যের ধরে আজ আমাকে ইদ্রিসের ছেলে মারধর করে৷ প্রথমে ঘুষি মেরেছে, এক পর্যায়ে রড দিয়ে আমাকে এলোপাতাড়ি মারা শুরু করে৷
ইদ্রিস আলী বলেন, আমার ছেলে অপরাধ করে থাকলে তার বিচার হোক। আমার ছেলের উপযুক্ত বিচার হলে আমি মাথা পেতে নিব।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জিয়াউল আহসান বলেন, তারা দুজনেই আমাদের প্রতিষ্ঠানের কর্মী। পূর্বের যের ধরে আজকের ঘটনা ঘটেছে। দ্রুত এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু বলেন, তাকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা নিতে বলেছি৷ আমি জরুরি কাজে ঢাকায় এসেছি৷ শনিবার আমরা বিষয়টি দেখবো।
যোগাযোগ: ০১৭৭৪০৫৫৫০২