মরীচিকায় তুমি!
মো: সোহেল রানা
তোমাকে নিয়ে ভাবি,
স্বপ্ন কঠুরে।
তোমাকে নিয়ে ভাবি,
নির্জন প্রহরে।
তোমাকে নিয়ে ভাবি,
জোৎস্না রাতে বাতি ঘড়ে।
ভাবি আর কল্পনা করি,
কেন তুমি আমার কল্পনা
হলে।
হ্যা তোমাকে নিয়ে ভাবি,
ভাবি আর বলি হলে হক
অপরাধ,
তপস্যা তবু হোক!
সুধায় মেটায় তোমার সন্ধান,
তুমি এসো জোৎস্নায় স্বপ্ন
ঘরে,
তবু যে তুমি আমার!
তোমাকে নিয়ে ভাবি
আর প্রহর গুনি স্পর্শের,
ভাবি আর বলি কেন তুমি
দূরে!
তোমাকে নিয়ে ভাবি,
শ্মশাত লুন্ঠনে- শ্মশাত
নির্সগে।
এ পাল নাহি ধরলে হাল,
ভেবে যাবো তোমায়, স্বপ্ন
নিগ্রহে!
কবি সোহেল রানা। শিক্ষার্থী আইন বিভাগ। ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া