প্রকৃতির পাঠশালা
দাইয়ান কুদ্দুস
পৃথিবীর ফুসফুস আমাজান
বনে আগুন দিয়েছে মানুষ
নেই মানুষের কোন হুঁশ
পুড়ছে আমাজান পুড়ছে
প্রকৃতি
কতো বৃক্ষ পশুপাখির করুন
আকুতি।
শতশত কোটি ডলার খরচে তৈরি
পারমাণবিক মারণাস্ত্র
মারিতে হইবে আপামর মানুষ
যাঁরা আছে নিরস্ত্র
ধুঁকে ধুঁকে মরছে অসহায়
মানুষ
সেদিকে কারোরই নেই কোন
খোঁজ।
পরাশক্তিধর রাষ্ট্রগুলো জীবাণু
অস্ত্রে সজ্জিত
উদ্ধতস্বভাব করতে বিশ্ব
করায়ত্ত
পৃথিবীর তাবৎ ঐশ্বর্য করতে
হস্তগত
আছে যত অকৌশল করে
রপ্ত।
যশ খ্যাতি শৌর্যবির্য আর্জনে
হয়ে মত্ত
প্রকৃতির ভারসাম্য করেছি
নষ্ট
ধরিত্রী মাতা আর করবে
কতো সহ্য তাই তো আজ সে
বড়োই রুষ্ট।
মানুষের ফুসফুস হচ্ছে নষ্ট
মানুষ আজকে দিকভ্রান্ত
করোনা ভাইরাস অতি ক্ষুদ্র
তার দাপটে বিশ্ব স্তব্ধ।
প্রকৃতির ভূমিকাই মুখ্য
মানুষ কোন কিছুতেই নয়
দক্ষ
প্রকৃতি আমাদেরকে দিচ্ছে
শিক্ষা
আমরা পাচ্ছি সঠিক দিক্ষা।
কবি দাইয়ান কুদ্দুস, কবি ও ব্যাংকার।
১৭ই এপ্রিল ২০২০. আদাবর ঢাকা।