মহেশখালী প্রতিনিধি-
বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে Cox’sBazar-GIZ Livelihoods Intervention 2020-2023 Ukhiya & Moheshkhali প্রকল্পের Inception Workshop বৃহস্পতিবার ১১ই মার্চ ২০২১ইং সকাল ১০টা সময় উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়েছে।
উক্ত Inception Workshop অনুষ্টানটি মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মো.মাহফুজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান শরীফ বাদশা। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম,উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান,উপজেলার প্রানি সম্পদ কর্মকর্তা ডা.নন্দন লাল চন্দ্র,শাপলাপুর ইউপির চেয়ারম্যান এড.এসএম আব্দুল খালেক চৌধুরী,সুশীলনের উপ-পরিচালক সচ্চিদানন্দ বিশ্বাস সেতু, UPMRO নাদিয়া আফরিন, মহিলা বিষয়ক ফিসের প্রতিনিধি শারমিন আক্তার বিউটি,প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ,সাবেক সভাপতি হারুনর রশিদ, কুতুবজোমের ইউপির সচিব প্রিয়তোষ দে, সুশীলনের এরিয়া ম্যানেজার মো.সাজ্জাত আলী সহ সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ।