মুহাম্মদ তাজুল ইসলাম
অন্ধকারে কেন রই
বুঝে বুঝে পড়বো বই
আপনার জন্য অনেক বই
বইয়ের জন্য আমি নই।
কৌশল জেনে পড়বো বই
কষ্ট পেতে রাজি নই
শব্দ খুঁজে অভিধানে
আটকে গেলে কঠিন শব্দে
বার বার তাই খুঁজবো না
বই পড়ার সময় অপচয় করবোনা।
কঠিন বাক্য জটিল শব্দ
ডায়েরিতে লিখি আদ্যপান্থ
গুরুত্বপূর্ণ বিষয় করবো নোট
পড়ার সময় বাঁধবো জোট
কলম পেন্সিল নানা রংয়ের
হাইলাইটস করবো হরেক ঢংয়ের
খুঁজতে তাই সহজ হবে
মূল বিষয়টা পাওয়া যাবে।
একটানা বই পড়াবো না
বিরতি নিতে ভুলবো না
ভাবুন যেটা পড়েছেন
চিন্তার সাগরে ডুবেছেন
আলাপ করুন অন্যের সাথে
পড়ার মূলভাব মনে গাঁথবে তাতে
লিখতে পারেন বুক রিভিউ
খুলে যাবে মনের ভিউ
রিভিউ টা চমৎকার দলিল
বুঝে পড়বো আমি জলিল।
দ্বিতীয় বার বই পড়তে না চাইলে
বুক রিভিউ করেন তাহলে।
পড়ুন বই প্রতিদিন
ডায়েরীতে তথ্য কিছু লিখে নিন
গড়ে তুলুন পাঠোভ্যাস
কেটে যাবে বদঅভ্যেস
মন যখন ভীষণ খারাপ হয়
কোন বই তখন পড়া নয়।
ভালো ভালো বই পড়ি
সুখী সমৃদ্ধ জীবন গড়ি
সাহিত্যে কবিতায় স্লোগান একই
পড়িয়া বই অন্ধকারে কেন রই।
কবি ও কলামিস্ট মুহাম্মদ তাজুল ইসলাম