বিএমসিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আসা পিকাপ ভর্তি ভারতীয় চা পাতাসহ এক চোরাকারবারি-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপারের নির্দেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার (৬ মার্চ) রাত ০৮.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম জৈন্তাপুর থানাধীন লালাখাল সীমান্তবর্তী বারগাতি এলাকায় অভিযান পরিচালনা করে একটি ডিআই পিকাপ তল্লাশী করে চোরাচালানের মাধ্যমে আসা ২৯ বস্তায় মোট ১১২২ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করে। উদ্ধারকৃত চোরাচালানের আনুমানিক বাজার মূল্য ৩,৩৬,০০০/- (তিন লক্ষ ছত্তিশ হাজার) টাকা। এসময় চোরাকারবারের সাথে জড়িত একজন কে গ্রেফতার করে ডিবি। গ্রেফতারকৃত ফখরুল ইসলাম (২৪) জৈন্তাপুর থানাধীন বাঘেরখাল দলইপাড়া সাকিনের মাহমুদ আলীর ছেলে। গ্রেফতারকৃত ফখরুলসহ একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন সময় শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতীয় চা পাতা বাংলাদেশে এনে দেশের বিভিন্ন প্রান্তে চড়া মূল্যে বিক্রি করে থাকে। এতে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে দেশীয় চা শিল্প ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই/নিতাই লাল রায় বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে ডিবি। এরই ধারাবাহিকতায় চলমান বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় চা পাতাসহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে ডিবি। চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।