সব
facebook apsnews24.com
‘রোযা এলে’ ডাঃ রিয়াজুল করিম এর কবিতা - APSNews24.Com

‘রোযা এলে’ ডাঃ রিয়াজুল করিম এর কবিতা

‘রোযা এলে’ ডাঃ রিয়াজুল করিম এর  কবিতা

রোযা এলে

রিয়াজুল করিম। 
২৪.০৪.২০২০ খ্রিস্টাব্দ.
রাখবো রোজা তার খুশিতে
যার ইশারায় চলি,
প্রাণটা দিলেন যিনি আমায়
তার কথাটা বলি।

সেইতো আমার মহান প্রভু
রহম করেন মোদের,
তার-ই কাছে চাইগো ক্ষমা
মওলা তিনি কাদের।

ক্ষমার দুয়ার খুলে দিয়ে
পাপের ঘরে তালা,
রোজা হলো মুমিন লোকের
মৌসুম পূণ্যি ডালা।

দান-সাদকা হাজার গুনে
বাড়িয়ে দিলেন যিনি
রোজার সোয়াব নিজে হাতে
তাইতো দিবেন তিনি।

রোজা আসে নিয়ে ক্ষমা
যারাই নিতে চায়,
তাদের তরে আর্জি করি
ক্ষমা তাত পোয়।

ইফতারী-তে সোয়াব সমান
রোজাদারদের মতই,
সাথে নিবো রোজাদারের
আসুক মানুষ যতোই।

রোজার মাসে ট্রেনিং করি
মুমিন হবো বলে,
রাখবো খেয়াল করবো
খুশি গরীব কাছে এলে।

কুরআন পাকের জন্ম রোজায়
তাইতো রোজার কদর,
রোজার মাসেই বিশাল বিজয়
সেটা-ই যুদ্ধ বদর।

চাইবো ক্ষমা নিজের তরে
ঈদের খুশি ভাগে,
রাসুল বলেন বান্দা আমার
যেনো রাতে জাগে।

কদর পাবে শেষ দশকে
বিজোড় কোনো রাতে
আছে সোয়াব মওলা বলেন
সত্তর গুন তাতে।

ক্ষমার তরে এই রজনী
করেন মালিক দান,
যেনো বান্দা রাখতে পারে
শেষ নবীর-ঐ মান।

হারাম হালাল সত্য মিথ্যা
নিবো করে ঠিক,
একেই বলে রাস্তা সরল
আল্লাহ নবীর দিক।

করো ক্ষমা এই রোজাতে
মালিক মহান রব,
তুমি-ই মোদের শুধুই ইলা
তুমি-ই মোদের সব।


কবি ডাঃ রিয়াজুল করিম। প্রভাষক, ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ঠাকুরগাঁও। প্রোপ্রাইটার, এস, আর,হোমিও হল, কুষ্টিয়া। মোবাইল নম্বর-01733-184699

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj