রমজানের চাঁদ
মোঃ খলিলুর রহমান,
২৩ এপ্রিল ২০২০
রমজানের ঐ চাঁদ যে আঁকা
নীল আকাশের গায়
মুমিন মনের মনি কোঠায়
আজ আনন্দ বায়।
রোজা রেখে খোদাভীতি
অরজনেরই তরে
মন বেধেছে মুমিন
আজি আনন্দ অন্তরে
রোজা তোমার অন্তরে আজ
ওঠায় যেন ঝড়
সত্য বলায় মিথ্যা ত্যাগে
রও তুমি অনড়।
তেলাওয়াতে কুরান পাকের
ঐশী বাণী থেকে
মনের কোনে আলোর ধারা
বইছে থেকে থেকে;
তাছবিহ জপ বান্দা ওহে
মহান সে সত্তার
যার রহমেই জীবন তোমার
পায়যে পারাবার।
অভুখ থাকার মহান ব্রত
মানবীয় মনে
গরীব দুখীর তরে যেন
দয়ারই বাণ আনে।
দিয়েছেন যা প্রভূ তোমায়
ব্রিহত ক্ষুদ্র অতি
তা থেকে দাও নিঃস জনে
হয় না তাতে ক্ষতি।
বাড়বে বরং বরকতে তার
মহান আল্লাহ পাকের,
বিলাও তোমার ভাগ্য হতে
বিলাও কিছু জাকের
খোদাভীতির এই যে মনন
গড়বে তুমি আজ
তা নিয়ে দাও বছর পাড়ি
পরে আলোর তাজ ।
কবি মোঃ খলিলুর রহমান, উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়।