সব
facebook apsnews24.com
উপসচিব খলিলুর রহমান স্যারের কবিতা - APSNews24.Com

উপসচিব খলিলুর রহমান স্যারের কবিতা

উপসচিব খলিলুর রহমান স্যারের কবিতা

রমজানের চাঁদ

মোঃ খলিলুর রহমান, 
২৩ এপ্রিল ২০২০
রমজানের ঐ চাঁদ যে আঁকা
নীল আকাশের গায়
মুমিন মনের মনি কোঠায়
আজ আনন্দ বায়।

রোজা রেখে খোদাভীতি
অরজনেরই তরে
মন বেধেছে মুমিন
আজি আনন্দ অন্তরে

রোজা তোমার অন্তরে আজ
ওঠায় যেন ঝড়
সত্য বলায় মিথ্যা ত্যাগে
রও তুমি অনড়।

তেলাওয়াতে কুরান পাকের
ঐশী বাণী থেকে
মনের কোনে আলোর ধারা
বইছে থেকে থেকে;

তাছবিহ জপ বান্দা ওহে
মহান সে সত্তার
যার রহমেই জীবন তোমার
পায়যে পারাবার।

অভুখ থাকার মহান ব্রত
মানবীয় মনে
গরীব দুখীর তরে যেন
দয়ারই বাণ আনে।

দিয়েছেন যা প্রভূ তোমায়
ব্রিহত ক্ষুদ্র অতি
তা থেকে দাও নিঃস জনে
হয় না তাতে ক্ষতি।

বাড়বে বরং বরকতে তার
মহান আল্লাহ পাকের,
বিলাও তোমার ভাগ্য হতে
বিলাও কিছু জাকের

খোদাভীতির এই যে মনন
গড়বে তুমি আজ
তা নিয়ে দাও বছর পাড়ি
পরে আলোর তাজ ।

কবি মোঃ খলিলুর রহমান, উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj