মুহাম্মদ তাজুল ইসলাম
মাঠে মাঠে সবুজ ধানে
কৃষকের হাসি
বাংলা মোদের জন্মভূমি
তাকে অনেক ভালোবাসি।
কচি ধানে আশার প্রদীপ
স্বপ্ন দিবানিশি
দেশ বাঁচবে দশ বাঁচবে
বাঁচালে কৃষক ও কৃষি।
অর্থনীতির সচল চাকা
কৃষি নির্ভর দেশ
কৃষি পণ্যের দাম কমালে
কৃষক হবে শেষ।
আমার দেশের কৃষক ভাই
কুলে মজুর ও মুটে
হাড় ভাঙানি খাটুনি খাটে
দু পয়সা তাই জুটে।
মাঠে খেটে ফসল ফলায়
মাথার ঘাম পায়ে
কৃষাণী তখন উঠোন ঝাঁড়ে
নতুন ফসল পেয়ে।
হাজার স্বপ্ন থাকে মনে
বেচঁবে নতুন ধান
কিনবে শাড়ী, ছেলের জামা
সুপারি আর পান।
গরুর গাড়ি চাকা বাঁধাই
আর দেখিনা বলদ
পাল্টিয়ে দিছে কৃষি ব্যবস্থা
সবখানে তাই গলদ।
ধানক্ষেতে দেখি মাজরা পোকা
কৃষির বাজেটে চুরি
সার, কীটনাশক দাম বৃদ্ধিতে
কৃষকের গলায় ছুরি।
সবুজ ধানে কৃষি স্বপ্ন
হয় না যেন ফিকে
কৃষিজমি থাকুক কৃষক বাঁচুক
যাবেই যাবে টিকে।
সবশেষে তাই গুরুত্ব দিয়ে
কৃষি বাঁচিয়ে দেশ
কৃষি ব্যবস্থায় টেকসই উন্নয়ন
দাওয়া থাকলে অনিঃশেষ।
কবি ও কলামিস্ট মুহাম্মদ তাজুল ইসলাম